
আশরাফুল আলম, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে শৈলকূপায় মশাল মিছিল করেছে সংগঠনটির নিষিদ্ধ ঘোষিত কয়েকজন নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে শৈলকূপা উপজেলার ভাটই বাজারের পাশের একটি গ্রামীণ সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ৬-৭ জন নেতাকর্মী অংশ নেন। মশাল হাতে তারা প্রায় ১০ মিনিটের জন্য মিছিল করে মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেন। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে রাতেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, “একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে তা যাচাই করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”