
নিজস্ব প্রতিবেদক:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা।
বিআরটিএ কুষ্টিয়া সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার হলে শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ তারিকুর রহমান, এবং সঞ্চালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

এছাড়া আরও বক্তব্য দেন—সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার, ডানে–বামে দেখে রাস্তা পার হওয়া, মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন তারা।তারা আরও বলেন, হেলমেট শুধু মামলা এড়ানোর জন্য নয়, নিজের জীবন রক্ষার জন্য ব্যবহার করা অত্যন্ত জরুরি।
সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএর মাধ্যমে ট্রাস্টি বোর্ডে আবেদন করলে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। গুরুতর আহত হলে ৩ লাখ এবং আহত ব্যক্তি ১ লাখ টাকা সহায়তা পাওয়ার যোগ্য।
শিক্ষার্থীরা আলোচনায় অংশ নিয়ে নিরাপদ সড়ক গঠনে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে সড়ক–সচেতনতা বিষয়ক প্রশ্নোত্তর পর্বে দুই শিক্ষার্থী পুরস্কৃত হয়।