Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিস:

    কুষ্টিয়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদের বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।

    বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন (সাবেক এমপি) মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

    সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লবের পরিচালনায় সদর উপজেলার ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র ও সকল স্তরের জনগণের আন্দোলনে ৫ তারিখ মাফিয়া ও জালেম শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অসত্য মামলায় গণতন্ত্রের মাতা কারা নির্যাতিত (সদ্য কারামুক্ত) বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আমাদের নেত্রী এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর জান মাল রক্ষার্থে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে সহায়তা প্রদান করতে হবে।সেই সাথে পরাজিত শক্তি এবং দুষ্কৃতিকারীরা যাতে দলের মধ্যে বর্ণচোরার মত ঢুকে কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং কোন কিছু দখল করতে না পারে তার জন্য জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ  করার নির্দেশনা দিয়েছেন তিনি। আলোচনা শেষে আন্দোলনে যে সকল ছাত্র ও জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন সভার প্রধান অতিথি।

    Spread the love