Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার দৌলতপুরে তিন সংবাদকর্মী শরীফ বিশ্বাস, এসআই সুমন ও খন্দকার বিদ্যুতের ওপর ভয়াবহ হামলার প্রতিবাদে এবং দ্রুত সকল আসমি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন দৌলতপুরে সর্বস্তরের সাংবাদিক।

    সোমবার সকালে দৌলতপুর থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ। দৌলতপুরে হামলা-মামলার শিকার সকল সাংবাদিকের পক্ষে সুবিচার চেয়ে দাবি তোলা হয়।

    এতে অংশ নেয় দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা। ঘণ্টা দুয়েক চলে মানববন্ধন ও প্রতিবাদ বক্তব্য।

    উল্লেখ্য, সংবাদ সংগ্রহের সময় গেলো বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোর এবং দৈনিক কালবেলার প্রতিবেদক, সাংবাদিক সংগঠক শরীফ বিশ্বাস, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন, তরুণ সংগঠক এসআই সুমন এবং তরুণ সংবাদকর্মী খন্দকার বিদ্যুৎ। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে, ঘটনার দিনই দুজনকে আটক করে পুলিশ। দ্রুত দোষীদের সবাইকে আইনের আওতায় এনে বিচার দাবিতে জেলার সর্বস্তরে চলছে প্রতিবাদ কর্মসূচি।

    Spread the love