Pathikrit Most Popular Online NewsPaper

    ওহেদুজ্জামান অর্কের ফাইল ছবি

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার খাজানগর উত্তর পাড়া নিবাসী প্রিয় মুখ, সাংবাদিক–লেখক ও কবি ওহেদুজ্জামান অর্ক (সেলিম) আর আমাদের মাঝে নেই। আজ দুপুরে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো খাজানগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    দীর্ঘদিন ধরে স্থানীয় গণমাধ্যমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছিলেন ওহেদুজ্জামান অর্ক। তিনি ছিলেন সত্য ও ইতিবাচক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে তিনি অল্প সময়েই অর্জন করেছিলেন ব্যাপক শ্রদ্ধা ও আস্থা। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী সাংবাদিক মহল, পাঠক সমাজ এবং স্থানীয় জনসাধারণ শোকাহত।

    পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অসুস্থতা দেখা দিলে দ্রুত তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    আল্লাহ তায়ালা মরহুমের রুহের মাগফিরাত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

    Spread the love