নিজস্ব প্রতিবেদকঃ
বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম দোলনের পিতা মোহাম্মদ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে কুষ্টিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার সকাল ১১ টায় শহরের চামড়া পট্টি জামে মসজিদে জানাজার নামাজ শেষে হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গত বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক দোলনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু ও ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।