নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সড়ক দূর্ঘটনায় প্রতীতি বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া মুসকান (৫) নামে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া শহরের ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জান্নাতুল মুসকান তার মায়ের সাথে রাস্তা পার হচ্ছিলো। হঠ্যাৎ তার মায়ের কাছ থেকে দূরে সরে গেলে পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত রিক্সা ধাক্কা দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসাকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার সময় রাজবাড়ী পৌঁছালে শিশু মুসকানের মৃত্যু হয়। নিহত জান্নাতুল মুসকান প্রতীতি বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী। সে কুষ্টিয়া শহরের চৌরহাঁস এলাকার সরকারি ডি-টাইপ কোয়ার্টারের বাসিন্দা সরোয়ার হোসেন শুভর মেয়ে।
এ ব্যাপারে প্রতীতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, নিহত মুসকান আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুতে আমরা শোকাহত। এখানে কয়েকদিনের ব্যবধানে সড়ক দূর্ঘটনায় আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটলো। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি একটা ফুট ওভারব্রিজের। এই ফুট ওভারব্রিজ হলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে আসতে পারবে। কাল সকালে আমরা একটা মানববন্ধন করবো।
প্রসঙ্গত: এর আগে গত ১৬ ফেব্রুয়ারি একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম আলী (৬)। স্কুলে যাওয়ার পথে একই স্থানে বালুবাহী ট্রলির চাপায় নিহত হয়।