শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় হাবিবুর রহমান নামের এক স্কুল শিক্ষককে গুরুতর মারধর করে নগদ অর্থ ও মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় গত সোমবার (১২ আগস্ট) ঝিনাইদহের আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইবুনালের তিন জনের নামপূর্বক অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এর আগে গত মঙ্গলবার (০৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারাইহুদা গ্রামের সালাম শাহ্ মোড়ে এ ঘটনা ঘটে।
এঘটনার পর ভুক্তভোগীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। ভুক্তভোগী স্কুল শিক্ষক হাবিবুর উপজেলার লক্ষ্মণ দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়াও মানবিক বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমান বিশ্বাসের সন্তান।
মামলার আসামীরা হলেন, মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. লতিফ শেখ (৪২), মো. লতিফ শেখের ছেলে মো. আল-আমিন শেখ (২৩) ও রাব্বি শেখ (২০)।
মামলা ও বিভিন্ন সূত্রে জানা যায়, আসামীদের সাথে ভুক্তভোগীর সামজিকতা নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীকে আসামীরা তাদের সাথে সামাজিক দল করার প্রস্তাব দেয়। এতে রাজী না হলে ভুক্তভোগীর কাছে সাতদিনের মধ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। পরে চাঁদা না পেয়ে ভুক্তভোগীকে আসামীরা গুরুতর মারধর করে তার মোটরসাইকেল ও কাছে থাকা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের সোনার চেন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এবিষয়ে ১নং আসামী লতিফ শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।
ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমি দ্রুত তদন্তপূর্বক বিচার দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক মো. কাশেম বলেন, আমার কাছে তদন্ত আসছে। এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।