Pathikrit Most Popular Online NewsPaper

    ১৮ নং ওয়ার্ড যুবদলের অফিস পরিদর্শন করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে পৌর ১৮নং ওয়ার্ড যুবদলের অফিস ভাঙচুর করার  অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে এসময় পাশের একটি চা-য়ের দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকানদার। 

    অভিযুক্ত ব্যক্তিরা হলেন, পৌর ১৮নং ওয়ার্ড যুবলীগ নেতা ও একই এলাকার জোহার ছেলে ইকবাল, মোহাম্মদের ছেলে গাজু রিদয়, রাজনের ছেলে সজিব,সুরুজ ও সুজন,মিন্টুর ছেলে জুয়েল,উজ্জ্বলের ছেলে সালমান ও অজ্ঞাত ব্যক্তির ছেলে আপন। 

    শনিবার ( ৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌর ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর রেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা ঘটনাস্থলে প্রকাশ্যে বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করছিল। যুবদল নেতা হারুন বয়োজ্যেষ্ঠদের সামনে  ধূমপান করতে নিষেধ করলে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ইকবাল তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। হারুন দৌড়ে পার্শ্ববর্তী ১৮নং ওয়ার্ড যুবদলের অফিসে উঠলে অভিযুক্তরা সেখানে ঢুকে ভাঙচুর চালায়। হাসিব নামের এক যুবকের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চা-য়ের দোকানটি ভাঙচুর করে। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী দোকানীর ছেলের সারাদিনের ফল বিক্রির টাকা ওই দোকানে ছিলো। অভিযুক্তরা যাওয়ার সময় সেই টাকা লুট করে নেয়। এসময় এলাকাবাসী একত্রিত  হয়ে ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। হামলা ও লুটপাট ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করেছেন স্থানীয়রা।

    ১৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল জানান, আমি দলীয় একটি প্রোগ্রামে বাহিরে ছিলাম। খবর পেয়ে এসে দেখি আমাদের অফিসের এলোমেলো সাইনবোর্ড ছেঁড়া। পরে বিষয়গুলো শুনে পৌর যুবদলের নেতৃবৃন্দদের জানায়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অফিসের গুপ্ত হামলার চালিয়েছে বলে জানান তিনি।

    প্রতিবেদক বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

    পরবর্তীতে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন প্রমুখ।

    ঘটনাস্থল পরিদর্শন করে পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান শিহাব প্রতিবেদককে মুঠোফোনে জানান, ” এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি”।

    Spread the love