Pathikrit Most Popular Online NewsPaper

    ঝিনাইদহ প্রতিনিধি:

    গরু কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন ব্যাবসায়ী আমিরুল শাহ (৫২)। চার দিন ধরে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। আমিরুল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী গ্রামের মইনুদ্দীন শাহর ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। 

    ছেলে উজ্জল শাহ জানান, গত মঙ্গলবার সকালে গরু কিনতে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তার পিতা। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে তাকে আর কেউ দেখেনি। কাছে টাকা থাকার কারণে কেউ তাকে অপহরণ করলো কিনা তা নিয়ে পরিবারের শংকা রয়েছে। 

    আমিরুলের স্ত্রী শাহানাজ পারভিন জানান, স্বামীকে খুজে না পেয়ে তার দুই ছেলে ও এক মেয়ে পাগল প্রায়। পিতার নিখোঁজ থাকার খবরে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ ও পাড়া প্রতিবেশিরা বিভিন্ন জায়গায় খুজে ফিরছেন। আমিরুলের স্বজন এনামুল হক শুক্রবার দুপুরে জানান, বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোথাও না পেয়ে এখন তারা হতাশ। এ বিষয়ে তারা পুলিশ ও র‌্যাবের সহায়তা কামনা করেছেন।

    Spread the love