আশরাফুল আলমঃ
২২ দিন ধরে খোঁজ মিলেনি নবম শ্রেণির এক ছাত্রীর। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে সাহেদ বিশ্বাস নামে এক বখাটে’র বিরুদ্ধে মামলার পর একজন আসামিকে গ্রেফতার করলেও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না পরিবার।
চার পাঁচজন মিলে ১৪ বছরের মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
মেয়েটির নবম শ্রেণিতে পড়ে।
মেয়ের বাবার অভিযোগ, তার মেয়ে স্কুলে যাতায়াতের সময় প্রতিনিয়ত একই এলাকার আলতাফ বিশ্বাসের ছেলে সাহেদ বিশ্বাস প্রেমের প্রস্তাব দিত এবং নানাভাবে উত্যক্ত করত।
তিনি বলেন, পারিবারিকভাবে আমি সাহেদ বিশ্বাসকে বারবার নিষেধ করেছি। শেষে উপায় না পেয়ে সাহেদের বাবা আলতাফ বিশ্বাসকেও জানিয়েছি কিন্তু কোনও ফল পাইনি। নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে আমার মেয়েকে উজানগ্রামের ক্যানাল ব্রিজ এলাকা থেকে সাহেদ বিশ্বাস ও তার বন্ধু আবু জাফরসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন অপহরণ করে নিয়ে যায়। এখনও পর্যন্ত আমি আমার মেয়ের কোন খোঁজ পাইনি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় থানায় নারী শিশু নির্যাতন ও অপহরণের একটি মামলা করেন বাবা সরোয়ার হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউসুফ আলী শাহীন জানান, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।
তবে পুলিশের ভূমিকায় হতাশ মেয়েটির পরিবার। তারা বলছেন, ২২ দিন যাবত আমাদের কিশোরী কন্যা নিখোঁজ। পুলিশ মেয়েটিকে উদ্ধারে কোনও জোরালো ভূমিকা রাখছে না।