কুষ্টিয়া অফিসঃ
আজ ১৬ ডিসেম্বর, অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন। ৫২ পেরিয়ে ৫৩’তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, কুষ্টিয়া পুলিশ সুপার এম এ রকিব সহ মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও সালম গ্রহণ করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।