Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জাসদ আঃ লীগের দ্বদ্দ চরমে। একে অপরকে ছাড় দিতে নারাজ। নৌকার প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু। ওই আসনে মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। 

    অপরদিকে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দাড়িয়েছিল জাসদ মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। ১৭ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও কুষ্টিয়া-৩(সদর) আসন থেকে জাকের পার্টির মীর আবু আশরাফ শাহিনুর আজাদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার চারটি আসনে ৩৭ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তবে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে ৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    এদিকে ভেড়ামারায় গত ৫ বছরে অন্ততপক্ষে শতাধিক বার আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক অনুসারী মৃত্যু বরণ করেছেন। সর্বশেষ ৮ আগষ্ট দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুপিয়ে ও গুলিবিদ্ধ আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। 

    কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ১৪ দলের দলীয় সিদ্ধান্তে আমাদের কেন্দ্রীয় নেতা হাসানুল হক ইনু মহদয়কে ভেড়ামারা আসনে নৌকা প্রতীক দিয়েছে। ১৪ দলের দলীয় সিদ্ধান্তের কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সরে এসেছি। আমি মনে করি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) যারা আওয়ামীলীগ করে তাঁরা নৌকার বাইরে ভোট দেবে না।

    এদিকে মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে নির্দেশ আছে। মিরপুর উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমাদের কেন্দ্র থেকে নির্বাচন না করার জন্য চিঠি বা মৌখিক কোন নির্দেশনা আসেনি।

    কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য মতে গত ৩০ শে ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া ৪টি সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। 

    এদিকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল হাওয়ার কারণ সহ বৈধ প্রার্থীতা ঘোষনা করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র ঘোষণা অনুযায়ী কুষ্টিয়ার ৪ টি সংসদীয় আসনে ১৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়। যার ফলে ঐ সময়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৯ জনে। পরবর্তিতে ৬ ডিসেম্বর থেকে মনোনয়ন আপিল ও ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি শেষে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৭ জনে। এদিকে গতকাল ১৭ ডিসেম্বর কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪টি সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

    যারা প্রত্যাহার করলেন

    কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসন থেকে জাকের পার্টির মোঃ আসাদুজ্জামান উৎফল।

    কুষ্টিয়া-২(ভেড়ামারা-মিরপুর, সংসদীয় আসন-৭৬) আসনের বাংলাদেশ সাম্যবাদী দলের অনোয়ার হোসেন বাবলু, জাকের পার্টির রওশন আলী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফুজ্জামান।

    কুষ্টিয়া-৩ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৭) আসনের জাসদ মনোনীত প্রার্থী গোলাম মহসিন ও জাকের পার্টির মীর আবু আশরাফ শাহিনুর আজাদ।

    যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় অসন-৭৫) আসন থেকে, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা (বাংলাদেশ আওয়ামীলীগ), ফিরোজ আল মামুন (স্বতন্ত্র প্রার্থী), মজিবুর রহমান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি), আনিছুর রহমান (তৃণমুল বিএনপি), নাজমুল হুদা (স্বতন্ত্র প্রার্থী), রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী), শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি), সাজেদুল ইসলাম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সেলিম রেজা (বাংলাদেশ কংগ্রেস), শরিফুল কবির স্বপন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ)।

    কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামার, সংসদীয় অসন-৭৬) আসন থেকে, আরিফুর রহমান (বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন), ডাঃ ইফতেখার মাহমুদ (স্বতন্ত্র প্রার্থী), শহীদুল ইসলাম ফারুকী (জাতীয় পার্টি), কামারুল আরেফিন (স্বতন্ত্র), বাবুল আক্তার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), রুবেল পারভেজ (স্বতন্ত্র প্রার্থী), সরদার মোঃ মুসতানজিদ (স্বতন্ত্র প্রার্থী) এবং হাসানুল হক ইনু (জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ)।

    কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় অসন-৭৭) আসন থেকে, কে এম জহুরুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), মেহেদী হাসান রিজভী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), পারভেজ আনোয়ার তনু (স্বতন্ত্র প্রার্থী), ফরিদ উদ্দিন শেখ (ন্যাশনাল পিপলস পার্টি) এবং মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)।

    কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় অসন-৭৮) আসন থেকে, আবদুর রউফ (স্বতন্ত্র), আবু সামছ খালেকুজ্জামান (তৃণমুল বিএনপি), আলতাফ হোসেন (তরিকত ফেডারেশন), আয়েন উদ্দিন (জাতীয় পার্টি), রাশেদুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), শহিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), হারুনার রশিদ (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ) এবং সেলিম আলতাফ জর্জ (বাংলাদেশ আওয়ামীলীগ)।

    উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    Spread the love