Pathikrit Most Popular Online NewsPaper

    বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে

    নিজস্ব প্রতিনিধিঃ

    সব ভয় জয় করে এগিয়ে চলার ১৯ বছরে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি। যাত্রার শুরু থেকেই দর্শকদের কথা চিন্তা করে বৈশাখী টেলিভিশনে বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেলটি দিনব্যাপী নানা ধরণের আয়োজন করেছে। 

    এসময় বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার (বিএমএ) সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম মুসতানজিদ। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, সিনিয়র আইনজীবী ও সাপ্তাহিক দেশব্রতী পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিয়াকত আলী, কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, ডা. ফাতেমা আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাভিশন টেলিভিশন, দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী।

    Spread the love