Pathikrit Most Popular Online NewsPaper

    র ্যাব-১২, সিপিসি-১ এর পাঠানো ছবি

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ অভিযান চালিয়ে ১৩৬ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল কুমারখালী থানাধীন নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ রেজাউল করিম (৩৬) কে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত রেজাউল করিম কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের মৃত মমতাজ আলী শেখের ছেলে।

    র‌্যাব-১২, সিপিসি-১ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ জানুয়ারি বিকাল ৫ টা ১০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন নন্দীগ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৬ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ৩টি সিম এবং ১টি মোটরসাইকেল সহ ১ জন মাদক কারবারী রেজাউল করিমকে গ্রেফতার করে। 

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

     গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

     এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, বদ্ধপরিকর বলেও জানান।

    Spread the love