Pathikrit Most Popular Online NewsPaper

    রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও উপস্থিত অতিথিবৃন্দ

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ বুক ক্লাব ঘোষিত ২৮ তম বই দিবস। এ উপলক্ষে বাংলাদেশ বুক ক্লাবের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়েছে।

    প্রতি বছরের ন্যায় এবারও ভাষার মাসের সূচনালগ্নে সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ বুক ক্লাব ও উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে উদয়ন স্কুল মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জহুরা বেগম ও বাংলাদেশ বুক ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. সেলিমা সাঈদ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজ মাতৃভাষায় সাহিত্যচর্চার প্রতি সকলকে আগ্রহী করে তুলবে। শিক্ষার কোন শেষ নেই। আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। সবশেষ তিনি সকলকে বই পাঠের মাধ্যমে মুক্ত জ্ঞানারোহনের আহ্বান জানান।

    বাংলাদেশ বুক ক্লাবের মহাসচিব সালাহউদ্দীন কুটু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বুক ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সঙ্গীতশিল্পী জামিউর রহমান লেমন, বাংলাদেশ বুক ক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদ খান বিজু, নির্বাহী সদস্য নাসিমুল বারী, শাহিনুর আলম, মসলেহ উদ্দিন খান মজলিস, বাংলাদেশ শিশু সংগঠক ঐক্য জোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ প্রমুখ।

    উল্লেখ্য, গত ৪ দশকের ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বুক ক্লাব বই পাঠক তৈরিতে এক অনন্য ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ বুক ক্লাব স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য “মাতৃভাষার মাধ্যমে শিক্ষা”, ৯ম ও ১০ম শ্রেণির জন্য “আমাদের ভাষা আন্দোলন”, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য “আমার দেশ”। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

    Spread the love