নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরের বেসরকারি হাসপাতাল আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
গত ৭ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক দুপুর ২ টার দিকে দৌলতপুর উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের পরিচালিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নানীর কোল থেকে ৪৮ ঘন্টা বয়সী নবজাতক আরিয়ান কে চুরি পালিয়ে যায় অজ্ঞাতনামা এক নারী।
নবজাতক শিশুটির নানা সাঈদ আলী জানান, ঘটনার দিন ঐ অজ্ঞাতনামা বোরকা পরিহিত নারী হাসপাতালের অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে শিশুটির নানীর সাথে প্রথমে সখ্যতা গড়ে তুলে শিশুটিকে কোলে নেয় এবং পরে সুকৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা দীপু মন্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যায় র্যাব-১২ কুষ্টিয়া কাম্পের একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে নবজাতক আরিয়ানকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং পরে রাতেই শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন।
১২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া কার্যালয়ে একটি মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে জানায়, ‘এই চাঞ্চল্যকর নবজাতক চুরির ঘটনায় গোয়ালগ্রাম মোল্লাপাড়া গ্রামের হানিফের স্ত্রী পলি আরা খাতুন (২০) ও আশরাফুল ইসলামের স্ত্রী মাফুজা (৪০) কে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা নবজাতক চুরির সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন।’
হারানো সন্তানকে আবার কোলে ফিরে পেয়ে প্রচন্ড খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা ও নানী। এ সময় তারা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।