আজাদ সানিঃ
আন্তর্জাতিক দাতা সংস্থা (Muslim Aid Australia, MAA) মা ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া এর সহযোগীতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে ৪শ জন অসহায় হতদরিদ্র ও বিধবাদের মাঝে বিনামূল্যে এক বস্তা চাউল ও মাসিক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দীঘা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলামের ব্যবস্থাপনায় তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে ৪শ জনের মাঝে এক বস্তা চাউল সহ ৭ আইটেমের ইফতার সামগ্রীর দুই বস্তা করে মালামাল ইকুয়াল ট্রেডার্সের সহযোগীতায় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনেশিয়েটিভের সিইও এনায়েত হোসেন জাকারিয়া, ইকুয়াল ট্রেডার্সের ডিরেক্টর আসাদুজ্জামান (শুভ্র), সুজন, ফরহাদুল ইসলাম, ইমপ্যাক্ট ইনেশিয়েটিভের প্রোজেক্ট অফিসার আব্দুল্লাহ শাহীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
অস্ট্রেলিয়ান সংস্থা মা ট্রাস্ট চ্যারেটির পক্ষ থেকে অত্র এলাকায় ইফতার সামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলাম বলেন- মা সংস্থাটির মাধ্যমে গোস্বামী দূর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নের গরীব অসহায়দের হাতে যে ১বস্তা চাউল সহ ইফতার সামগ্রী তুলে দেওয়া হলো তা অন্ততঃপক্ষে ১মাস তারা ভালোভাবে চলতে পারবে ৷
দুই বস্তা করে বিনামূল্যে মাসিক সদায় হাতে পেয়ে সুবিধাভোগীরা মা সংস্থা ও আয়োজকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ ও দোয়া করেন ৷