নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া শহরের এনএস রোড়ে হেঁসেল ঘর নামের একটি রেস্টুরেন্টের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে হোটেলটি সহ পাশে থাকা একটি জুসের দোকানও পুরে যায়।
সোমবার বিকেলে আনুমানিক সাড়ে ৪টার সময় হেঁসেল ঘর রেস্টুরেন্টের রান্না ঘর থেকে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেঁসেল ঘর রেস্টুরেন্টের রান্না ঘর থেকে হঠাৎ চিৎকার করে ওঠে এক নারী। তখন স্থানীয় এক চায়ের দোকানি দৌড়ে গিয়ে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এরপর সেখান থেকে সবাই বাইরে নিরাপদে বেড়িয়ে আসে। তবে কয়েক মিনিটের মধ্যে রেস্টুরেন্টের রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পুরে ছাই হয়ে যায় রেস্টুরেন্ট ও জুসের দোকান।
জুসের দোকানি তামিম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমি ঋণ করে এই দোকান করেছিলাম। এখন কিস্তি দেবো কি ভাবে। আমার এখানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
হেঁসেল ঘর রেস্টুরেন্টের পরিচালক রাকিবুল ইসলাম বলেন, আমাদের ১৫ লক্ষ টাকার মতো মালামাল ছিলো। সবমিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস এর ওয়্যার হাইজ ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন ছড়াতে দেয়নি। শুধু যে রেস্টুরেন্ট থেকে আগুন লাগে সেটাই পুড়ে গেছে। আমরা আগুন আশপাশে ছড়াতে দেয়নি।