Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া র‍‍্যাব-১২, সিপিসি-১ এর অভিযানে ১৯ শ ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুইটি দেশীয় ধারাল অস্ত্র ও মাদক বিক্রয়ের ৯৯ হাজার টাকা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

    ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে শেফালী খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত মাদক ও অস্ত্র উদ্ধার করে হয়।

    বুধবার সকালে র‍‍্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগানে র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍‍্যাব) পথচলা শুরু করে। এরপর থেকে র‍‍্যাব বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারক চক্রকে আইনের আওতায় এনে সাধারণ জনগণের আস্থা অর্জন‌ করেছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে দৌলতপুর খাজিরাথাক গ্রামে ওমর বেপারীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ শ ৩৬ বোতল ফেন্সিডিল, বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক বিক্রির ৯৯ হাজার উদ্ধার করা হয়।

    এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শেফালী খাতুনের পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। শেফালী খাতুন কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলায় অভিনব কায়দায় মাদক বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍‍্যাব এই ঘোষণা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

    Spread the love