Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:
    কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
    এ সময় শহরের বাহার ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক নামের মোট দুইটি প্রতিষ্ঠানকে ৫০হাজার করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

    অভিযানে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন সহ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

    Spread the love