Pathikrit Most Popular Online NewsPaper

    মিরপুর প্রতিনিধি:

    কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। 

    শনিবার দিবাগত রাতে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, এসআই অশিত কুমারের নেতৃত্বে পুলিশ  মিরপুর-বহলবাড়িয়া সড়কের মোশারফপুর গ্রামের ভোলাই প্রামানিকের মেহেগণি বাগানের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শাহজামাল ওরফে জামালকে (৩৩) দেশি তৈরি পাইপগান, ৫টি হাসুয়া, গাছ কাটা করাত ও সিএনজিসহ আটক করে। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের তাছের বিশ্বাসের ছেলে। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন আটককৃত শাহজামাল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নামে ৯টি মামলা রয়েছে।

    উল্লেখ্য, ২০১৫ সালের ১২ এপ্রিল রাতে সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস এবং মারফত আফ্রিদি মিরপুর থেকে চিথলিয়া যাওয়ার পথে ঐদিন রাত পৌনে দশটায় এনএসবি ইটভাটা সংলগ্ন স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে দুটি মোটরসাইকেল একটি সোনার আংটি ল্যাপটপ নগদ টাকা সহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নেয়। সেই মামলার ১৬৪ ধারায় নিজের দেওয়া জবানবন্দিতে আন্তঃজেলা ডকাত দলের সর্দার  শাহজামাল ওরফে জামাল উক্ত ডাকাতির ঘটনা স্বীকার করে। সেশন ৩৪/১৮ মামলায় মামলায় ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর শাহজামাল সহ চারজন আসামির আট বছরের সাজা হয়। পরবর্তীতে ডাকাত শাজামাল হাইকোর্টে থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় থানা পুলিশের হাতে আটক হয়।

    Spread the love