আশরাফুল আলমঃ
ঝিনাইদহের শৈলকুপাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (০৬ মে) উপজেলার শেখপাড়া এলাকা থেকে চারশত গ্রাম গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে শৈলকুপা থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সফিকুল ইসলাম চৌধুরী।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নিখিল বিশ্বাস ওরফে সন্ডা। তিনি উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত নির্মল সরকারের ছেলে।
জানা যায়, থানা পুলিশের এসআই (নিরস্ত্র) কবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত আসামীর দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজা পাওয়া যায়। পলিথিনসহ যার ওজন চারশত বিশ গ্রাম এবং পলিথিন বাদে চারশত গ্রাম। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য বিশ হাজার টাকা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, আমরা সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।