Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপির পেশাজীবী সংগঠন কৃষক দল। 

    বৃহস্পতিবার (১২ মে) সংগঠনটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা এবং সাবেক সহ-সভাপতি বাবলা আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১২ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

    কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

    বহিষ্কারের বিষয়ে জানতে এস এম গোলাম কবির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ফেসবুক মাধ্যমে জানতে পারলাম। তবে কাউকে বহিষ্কার করতে হলে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া লাগে। আমাকে কোন নোটিশ দেওয়া হয়নি। আমাদেরকে এই সরকারের গায়েবি মামলার মতো গায়েবি বহিষ্কার করা হয়েছে।

    তবে আমি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং গত এক সপ্তাহ ব্যাপী ঘটে যাওয়া সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে তুলে ধরে একটা চিঠি দিয়েছি।

    Spread the love