আশরাফুল আলমঃ
ঝিনাইদহের শৈলকুপার স্থানীয় সাংবাদিক আলমগীর অরণ্যেকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা সাংবাদিকের উপর হামলাকারী ও হুকুমদাতাদের চিহ্নিত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে শৈলকুপা উপজেলা প্রেসক্লাব, ও শৈলকুপা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দসহ উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় শৈলকূপার সিনিয়র সাংবাদিক মাসুদ্দুরজামান লিটন, সিহাব মল্লিক সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা দাবি করেন, সাংবাদিক আলমগীর অরণ্যের উপর যে বা যারা হামলা চালিয়েছে তারা তার উপর হত্যার উদ্দেশ্য হামলা করেছেন। এঘটনার হামলাকারী ও হুকুমদাতাদের ২৪ ঘন্টার ভিতরে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক আলমগীর অরণ্যে শৈলকুপা রিপোর্টাস ইউনিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত তিনি। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত হয়ে কাজ করেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।
গত রোববার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় উপজেলার কবিরপুর মোড়ে তার নিজ দোকানে (গেজেট ঘর) থাকা অবস্থায় তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।
প্রাথমিক সূত্রে জানা যায়, মোবাইল রিচার্জ করাকে কেন্দ্র করে অজ্ঞাত (আনুমানিক তিন জন) ব্যাক্তির সাথে ভুক্তভোগী সাংবাদিকের কথা কাটাকাটি হয়। এক পযার্যে চাপাতি, চাইনিজ কুরাল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। সেসময় হামলাকারীরা তার দুইহাতে চাপাতি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাংবাদিক আলমগীর অরণ্যেকে দ্রুত পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তাকে এক ঘন্টা অপারেশন করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল রেফার্ড করা হয়।
স্থানীয় সাংবাদিকদের দাবি পুরোনো কোন শত্রুতার কারণে তার উপর পরিকল্পিতভাবে এমন হত্যাচেষ্টার হামলা হতে পারে।
এদিকে ঝিনাইদহ জেলার স্থানীয় সাংবাদিক ও সময় টেলিভিশনের রিপোর্টার লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত, মুঠোফোন ও ক্যামেরা কেঁড়ে নিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের বিরুদ্ধে। এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে শৈলকুপা উপজেলা প্রেসক্লাব। বিবৃতিতে ঘটনার তদন্তপূর্বক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জাননো হয়।