Pathikrit Most Popular Online NewsPaper

    আহত শর্মীলী আহম্মেদ

    শৈলকুপা উপজেলা প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব শত্রুতার জেরে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান (৪০) ও তার স্ত্রী শর্মীলী আহম্মেদকে (২৮) নিজ বাড়িতে থাকা অবস্থায় হামলা চালিয়ে মারধর ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। 

    এতে সাবেক ইউপি সদস্যের স্ত্রী মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়। তাদের উভয়কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউপি সদস্যের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

    এঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) শৈলকুপা থানায় ১১ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার (৮ জুলাই) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আসামীরা হলেন- উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, সাদ্দাম শেখ, সাব্বির শেখ, মিন্টু শেখ, রিন্টু শেখ, মুসা শেখ, ইছা শেখ, আজিবর রহমান, ঝন্টু শেখ ও রিপন শেখ। 

    মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে আসামীরা সাবেক ইউপি সদ্যসের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা বাড়িঘরেও ভাংচুর করে।

    সাবেক ইউপি সদস্য খোকন আহম্মেদ ভুটান বলেন, তারা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের দুইজনকে মারধর করতে থাকে। সেসময় রামদা দিয়ে আমাকে কোপ দিতে গেলে সেটা আমার স্ত্রী মাথায় লাগে। তার অবস্থা আশংকাজনক। আমি এ ঘটনার বিচার চাই।

    শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

    Spread the love