নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফেজ আব্দুল করিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রবিবার তিনি লিখিতভাবে এ পদত্যাগ জমা দিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফেজ আব্দুল করিমের বিরুদ্ধে দলীয় স্বেচারিতা , অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করে আসছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রিন্সিপাল ড. হাফেজ আব্দুল করিম পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রে ড. হাফেজ আব্দুল করিম উল্লেখ করেছেন, আমি প্রতিষ্ঠানের অভ্যন্তরীন দূর্নীতির কারণে দুঃখ প্রকাশ করছি এবং পদত্যাগ করছি।