Pathikrit Most Popular Online NewsPaper

    সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা যুবদলের নেতৃবৃন্দ

    কুষ্টিয়া প্রতিনিধিঃ

    কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে এক সমাবেশ করেন জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ। ওইদিনে তিনি যে বক্তব্য দেন সে বক্তব্য ০৮ সেপ্টেম্বর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই বক্তব্যে তিনি বলেন ‘কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি’।

    উক্ত বক্তব্যর পরিপ্রেক্ষিতে জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা কানাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রবিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান ব্যক্তি দায় সংগঠন নেবে না। এবং আব্দুল মাজেদ যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানান।

    এসময় জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা কানাই বলেন, আব্দুল মাজেদ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য জেলা যুবদলের সম্পৃক্ততা নেই। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় বা মতামত। এর দায় সম্পূর্ণ তার, এর দায় সংগঠন নেবে না। 

    তিনি যে বক্তব্য দিয়েছে আমরা সেটা জানি না। সোস্যাল মিডিয়ায় তার বক্তব্য দেখে ইতিমধ্যে কেন্দ্রে অবগত করা হয়েছে বলে জানান তিনি। 

    আল আমিন রানা কানাই আরো বলেন, জেলা যুবদলের কমিটি এখনো বহাল আছে। দল থেকে একটা সমন্বয়ক টিম দেওয়া হয়েছিলো। সে সময় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় অসুস্থ থাকায় জেলার থানা কমিটি সহ অন্যান্যদের সাথে যোগাযোগ রাখতে তাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যেহেতু জেলা যুবদলের কমিটি বহাল রয়েছে সে ক্ষেত্রে দলের ভাবমূর্তি অন্যজন নষ্ট করবে সে দায় সংগঠন নেবে না। তিনি আরো বলেন, বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের অবগত করলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আস্বস্ত করেন। 

    এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, ব্যক্তিদ্বয়ের কোন অপকর্ম, অশ্লীল বক্তব্য, অস্বাভাবিক আচরন এটা জেলা যুবদল স্বমর্থন করে না। জেলা যুবদলের ১১টি ইউনিট রয়েছে, ছয়টি থানা ও পাঁচটি পৌরসভা। এই এগারোটা ইউনিট নিয়ে জেলা যুবদল সম্পৃক্ত রয়েছে। সকল কমিটি সেন্ট্রাল কমিটিদ্বারা হয়েছে। যিনি থানা ঘেরাও এর বিষয়ে অশালীন বক্তব্য দিয়েছে তিনি জেলা যুবদলের কেউ নন। থানা ঘেরাও বা থানা ভাঙচুরে কেউ সম্পৃক্ত থাকলে সে দায়ভার  তার নিজের। ব্যক্তির দায় এগারোটা ইউনিট বা জেলা যুবদল নেবে না। যে ব্যক্তি অস্বাভাবিক আচরন করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হলে কেন্দ্রীয় ভাবে নেওয়া হবে।  যেহেতু কেন্দ্র থেকে তিনজনের সমন্বয় কমিটি করে দিয়েছিলো সেহেতু কেন্দ্র থেকে এর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম প্রমূখ।

    Spread the love