নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১২ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, বিগত স্বৈরাশাসক শেখ হাসিনা সরকারের সময় আমলাতান্ত্রিক দুর্নীতির কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত পূর্ণাঙ্গরূপে চালু হয় হয়নি। এই দুর্নীতিবাজ, স্বৈরাশাসক, খুনি হাসিনার পতনের পর যে অন্তবর্তী কালীন সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের কাছে দ্রুত এই মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরূপে চালু করার দাবি জানান তিনি।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনির হোসেন, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়াও মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি জানানো হয়।