Pathikrit Most Popular Online NewsPaper

    অভিযুক্ত রহিম এর ফাইল ছবি

    নিজস্ব প্রতিবেদক:

    কুষ্টিয়া সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার জগতি মিনাপাড়া এলাকার মৃত মনসুর আলী শেখের ছেলে রহিম (৪০)। সে কুুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রমান মোমিজের বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।

    ২৩ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগীর বাড়িতে এই ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাটি ঘটে।

    ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকায় ভুক্তভোগী গৃহবধূ একা বাড়িতে অবস্থান করছিলেন। এমতাবস্থায় অভিযুক্ত রহিম আকস্মিকভাবে প্রবেশ করে একাকী অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ ও বালিশ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে। গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় ধস্তাধস্তিতে গৃহবধূ আহত হয়। ওই গৃহবধূ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ভুক্তভোগী গৃহবধূ জানান, বিকাল ৬ টার দিকে বাড়িতে কেউ ছিল না। তখন রহিম আমাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। সে আমাকে চুল ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায় এবং বালিশ চাঁপা দিয়ে হত্যা করার চেষ্টা করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে।

    ভুক্তভোগীর স্বামী বলেন, রহিম অনেক ক্ষমতাধর ব্যক্তি। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা মোমিজের ক্যাডার। বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে যেন আমরা কোন আইনি পদক্ষেপ গ্রহণ না করি। এখন আমার স্ত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

    অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত রহিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

    কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা এধরনের কোন অভিযোগ পাইনি।

    Spread the love