Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    কুষ্টিয়া শহরের কোর্টপাড়া র‍্যাব গলিতে অবস্থিত সেভ স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ)।

    দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসা, অনিয়মসহ নানা ধরনের অভিযোগের তীর ছিল ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নজরে আসে জেলা প্রশাসকের। ঘটনার তদন্তে পদক্ষেপ নিয়েছেন তিনি। যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম এবং সিভিল সার্জন প্রতিনিধি কুষ্টিয়া সেভ স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) এ তদন্তে গেলে নানা ধরনের অনিয়ম তাদের সামনে উঠে আসে। ডাক্তার-নার্স, ওটি রুমের সমস্যা, টেস্টে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়া সহ নানান ধরনের অনিয়ম। চোখে পড়লে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কাগজপত্র আপডেট না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেয় আদালতের হাকিম।

    এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম জানান, সেভ স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ), সেভ ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস এর কাগজপত্র আপডেট করতে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া আছে। তারা এখনো অনুমোদন হাতে পাইনি। তাদের হাসপাতালে ডাক্তার-নার্স যেগুলো থাকার কথা সেগুলো নেই। ওটি রুমেরও সমস্যা আছে এবং আলট্রাসোনো নির্ধারিত মূল্য ৯ শত টাকা আর উনারা ১ হাজার টাকা করে নিয়েছে। এই সব মিলিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র আপডেট না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদনের কাগজপত্র আপডেট করে আলাপ আলোচনার মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম শুরু করতে হবে এবং আপাতত যারা অপারেশন করা রোগী ভর্তি আছে এরা ছাড়া আর কোনো রোগী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে ডাঃ আব্দুল্লাহ আল রশিদ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে কুষ্টিয়া সেভ স্পেশালাইজ হসপিটাল (প্রাঃ) ও কুষ্টিয়া সেভ ডায়াগনস্টিক এন্ড মেডিক্যাল সার্ভিসেস এর পরিচালক আক্কাসের কাছে জানতে চাইলে তিনি জানান, ম্যাজিস্ট্রেট এসে উনাদের কাজ করে গেছে। হাসপাতালে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছুই নেই। আপনি এটাই লিখে দেন।

    উল্লেখ্য, গত বুধবার ভুল চিকিৎসায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দর্লাবপুরের জুয়েল রানার ৩ মাসের শিশু জারিফ মারা যায় বলে পরিবার অভিযোগ করেন।

    Spread the love