Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    ফজলুল করিম সোহরাবকে আহ্বায়ক ও মোবাশ্বের আহমেদ রাব্বিকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মালয়েশিয়া শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. তারিকুল ইসলাম মারুফ, প্রফেসর মুফতি মুসলিম হায়দার চৌধুরী, এম এ কালাম, শেখ আসাদুজ্জামান মাসুম, হারুন আর রশিদ, আবুল বাশার, মামুন হোসেন পাটোয়ারী, দিপু মজুমদার, রাসেল রানা, জাহিদ হোসেন, বি এম গোলাপ হোসেন এবং সম্মানীত সদস্যরা হলেন- আনোয়ার শিকদার, হুমাইয়ুন কবির, রিকি রাব্বানি, মাসুদ রানা, ইমন হোসেন, শামীম আহম্মেদ, সুমন জমাদার, শুকুর আলি, কামরুল ইসলাম, আজহার খোকা, শিমুল শেখ, আবদুল মান্নান মিয়া, আল আমিন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন ৩০ অক্টোবর ২০২৪ (বুধবার) জাতীয় মানাবধিকার সমিতি, মালয়েশিয়া ৩১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি অনুমোদন করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আন্তর্জাতিক ক্ষেত্রে মালয়েশিয়া শাখা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখবেন।

    Spread the love