Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধিঃ
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কুষ্টিয়ায় যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলোনায়তনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাসেমী দিপু, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
    জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ।

    সভায় কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল-আমিন রানা কানাইয়ের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

    তিনি বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

    আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। আওয়ামীলীগ- বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপির নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

    আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, কুখ্যাত খুনি সন্ত্রাসী জাসদ নেতা হাসানুল ইনুর বাড়ি এই কুষ্টিয়ায়। বাংলাদেশে সর্বপ্রথম এই জাসদই কিন্তু বিভিন্ন শ্রেণী বৈষ্যমর কথা বলে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল।

    তিনি আরো বলেন, আরেকজন কুখ্যাত নেতা মাহবুবউল আলম হানিফ এর বাড়িও এই কুষ্টিয়ায়। সে এবং তার ভাই রশিদুল আলম অপরিকল্পিত ভাবে প্রকল্প করে অনেক লুটপাট করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আওয়ামী লীগ উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট করে লুটপাট করেছে। মেনায়েম মুন্না আরো বলেন, ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র ভেদ বাংলাদেশে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতেও আহবান জানান তিনি।

    সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। কর্মীসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

    Spread the love