
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন ছাত্র-জনতার হাতে আটক হয়েছে। আটকের পর ছাত্র-জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে। আটককৃত রাসেল হোসেন কুমারখালি উপজেলার শিলাইদহ ইউউনিয়নের জাহেদপুর গ্রামের মতিনের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তিনি আটক হন।
কুুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সাংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ ক্ষমতায় থাকাকালীন টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, অবৈধ বালু উত্তোলন সহ নানাবিধ অপকর্মের হোতা ছিলো রাসেল বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র। এছাড়াও সে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির হোসেন (বাঁকা নাসির) হত্যা মামলার আসামি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কুমারখালি থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেকের প্রভাবান্বিত হয়ে নাসির উদ্দিনকে হত্যা করে বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেন। এসব অপকর্ম করে অভিযুক্ত ব্যক্তি হতদরিদ্র অবস্থা থেকে প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে। চলতি বছরে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় বলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানিয়েছিলেন।
কুুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান প্রতিবেদককে মুঠোফোনে জানান, “ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।”