নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) কুুষ্টিয়া জেলা শাখার নবগঠিত “কুতুব-জাকির” আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মানবন্ধন করেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।
তৃণমূলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে পতিতত আওয়ামীলীগের দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন তাঁরা।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় কুুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানবন্ধন করেন বিএনপির পদবঞ্চিত নেতা ও তাঁদের কয়েক হাজার কর্মী-সমর্থকরা।
বিভিন্ন সূত্রে জানা যায় যায়, কু্ষ্টিয়া শহরের নবাব সিরাজ উদ্দৌলা (এনএস রোড) সড়কের পাবলিক লাইব্রেরি, থানা মোড়, সিঙ্গার মোড়, বড়ো বাজার রেলগেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন হাতে মানবন্ধন করেছে পদবঞ্চিত বিএনপি নেতা-কর্মীরা। তাঁরা “মামা-ভাঙনির কমিটি, মানি না, মানবো না”, “অবৈধ কমিটি, মানি না, মানবো না”, “কুতুব-জাকিরের কমিটি, মানি না,মানবো”, শীর্ষক বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকে। মানবন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে বলে জানা যায়।
জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ত্যাগী ও পরিক্ষিত নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন। আপনাদের যারা নিকটস্থ, আস্থাভাজন, অযোগ্য তাদেরকে নিয়ে বিএনপির রাজনীতি করার চেষ্টা করলে সফল হবেন না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সফল হবোই ইনশাল্লাহ। ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করার জন্য আপনারা যে কমিটি গঠন করেছেন ইনশাআল্লাহ আমরা সেই কমিটি বাতিল করেই ছাড়বো। আমরা আমাদের নেতা, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের অহংকার, বাংলাদেশের সকল নেতা-কর্মী ও জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেতা তারেক রহমানের কাছে আজকের এই মানবন্ধন থেকে নবগঠিত জেলা বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি। আপনি পরীক্ষা-নিরীক্ষা করে, তদন্ত করে দেখুন। তারা অন্যায়ভাবে ত্যাগী, পরীক্ষিত নেতা-কর্মীদের বঞ্চিত করে এই কমিটি গঠন করেছে কি-না। প্রয়োজনে সার্চ কমিটি গঠন করুন।” এছাড়াও এই কমিটি বাতিল না করলে আন্দোলন অব্যাহত রাখা ও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে মানবন্ধন সমান্ত ঘোষণা করেন।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক, সদ্য সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।