নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডে আখ মাড়াই কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু।
এ্যাড. অপু বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া চিনি কল লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫-১৯৬৬ অর্থ বছর থেকে এটি চিনি উৎপাদন শুরু করে। এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১৫২৪ মেট্রিক টন এবং উৎপাদনের ক্ষমতা ১৫০০০ মেট্রিক টন। এই মিল থাকে চিনি, চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড উৎপাদন করা হতো। এই মিলে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। হঠাৎ স্বৈরশাসক গণহত্যাকারী লুটেরা আওয়ামী লীগ সরকার ২০২০-২০২১ অর্থ বছরে চিনি কলটি আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর পর হাজার হাজার মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েন। আখ চাষিরাও বেকায়দায় পড়ে। স্বৈরশাসক, গণহত্যাকারী, লুটেরা সরকারের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা সবকিছু লুটপাট করতে চেয়েছিল। আমরা এই লুটেরা সরকারের হঠকারী সিদ্ধান্ত মানি না মানতে পারবোনা। অতি দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া চিনি কল লিমিটেড আধুনিকায়ন করে চালুর জোর দাবি জানাচ্ছি। এই মিল চালু না হলে সকলকে একত্রিত করে বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।