Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    কুষ্টিয়ায় রাস্তা দখলের প্রতিবাদ করায় প্রতিবেশীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জেলার ইবি থানাধীন মহিষাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

    এঘটনার আহতরা হলেন মৃত জসিম মন্ডলের ছেলে মোঃ এমেচ আলী (৩৮) ও ইউনুচ মন্ডলের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৫)।

    অভিযুক্তরা হলেন মৃত গণি শেখের ছেলে আলতাফ হোসেন (৫০), মৃত অছেলের ছেলে বছির উদ্দিন (৫৫), তছির (৫২), সেলিম (৩৮), মৃত, উম্মাদ আলী ছেলে আনোয়ার (৫৪), মৃত আরিফ মন্ডলের ছেলে আলম (৫১) ও কলম (৪৮)। তারা সকলেই ইবি থানাধীন মহিষাডাঙ্গা এলাকায় বাসিন্দা।

    বুধবার (০৪ ডিসেম্বর) এ ঘটনায় ইবি থানায় আহত এমেচ আলীর পক্ষে একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

    লিখিত এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তছিল ও সেলিম মহিষাডাঙ্গা গ্রামের সরকারী রাস্তা জোরপূর্বক দখল করে সেখানে টয়লেটসহ বিভিন্ন প্রকার স্থাপনা তৈরি করায় এলাকার লোকজনের চলাচলের অসুবিধা হয়। সরকারী রাস্তা থেকে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলায় অভিযুক্তরা উপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে মহিষাডাঙ্গা গ্রামে সরকারী রাস্তার উপর খড়ের পালা দিতে থাকে ভুক্তভোগী অভিযুক্ত সেলিমকে এবিষয়ে নিষেধ করার ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাথায় গুরুতর জখম করে। এসময় ভুক্তভোগীর ভাতিজা এগিয়ে এলে তাঁকেও গুরুতর জখম করা হয়। তারা এখনও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    ভুক্তভোগী মোঃ এমেচ আলী জানান, তাকে অভিযুক্তরা এখন ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি এ ঘটনার বিচার চান।

    এঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

    ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন বলেন, এ বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

    Spread the love