নিজস্ব প্রতিবেদকঃ
১৬ ডিসেস্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি উদযাপন করেছে কুষ্টিয়া পদবঞ্চিত বিএনপি নেতারা। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১১ টার সময় শহরের ইসলামীয়া কলেজ থেকে বিজয় র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর পূর্বে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে করেন কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা। বিজয় র্যালীর নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। বিজয় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর এলাকা থেকে আসা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতৃবৃন্দ।