Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া কাব্য সংসদের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বর্ষা মঙ্গল অনুষ্ঠান। ৯ জুলাই বুধবার ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে কুষ্টিয়া কাব্য সংসদের আয়োজনে বর্ষাকে বরণ করে নেওয়া হয়।

    অনুষ্ঠানে তুলিকা বিশ্বাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাব্য সংসদের সভাপতি কনক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জেল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাসিম কিয়াম, নদী পরিব্রাজক দল কুষ্টিয়ার সভাপতি খলিলুর রহমান মজু, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমান, কবি ও সংগীত শিল্পী সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বর্ষা নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

    ব্যতিক্রমধর্মী এই আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন শিশির কুমার বিশ্বাস, অ্যাডভোকেট নাজমুন নাহার, সোহেলী পারভীন ঝুমুর, প্রভা সরকার, তিলোত্তমা বিশ্বাস, সোনিয়া রহমান, হাসান টুটুল, শঙ্কু শেখর  চক্রবর্তী, বিপ্লব মৈত্র, তুষার রেজা, উন্নতি বিশ্বাস, শাহাবুদ্দিন আহম্মেদ, আব্দুর রাজ্জাক, ডা. তাজউদ্দিন, সাজেদুল ইসলাম, আসলাম হোসেন, আবুল কালাম আজাদ,  পরান মাস্টার, ফিরোজা খানম পান্নাসহ আরো অনেকে। শেষাংশে সংগীত পরিবেশন করেন শিল্পী শফিক জুয়েল ও শিল্পী সুব্রত চক্রবর্তী।

    Spread the love