Pathikrit Most Popular Online NewsPaper

    ছবি: পথিকৃৎ

    নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

    কুষ্টিয়া পৌরসভার কনজারভেন্সি শাখার অধীন পরিচ্ছন্নতা কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে পৌর ভবনের সামনে ময়লা ফেলে আন্দোলন করছেন। রোববার (১৩ জুলাই) ভোরে তারা পৌরসভার গেটে ময়লা ফেলে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার গেটের সামনের রাস্তায় স্তূপ করে ফেলা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পৌর ভবনে আগত সেবা প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    পরিচ্ছন্নতা কর্মী জীবন জানান, “আমরা আগেও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলাম। তখন পৌর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করি। কিন্তু ছয় মাস পার হলেও এখনো কোনো বেতন বৃদ্ধি হয়নি। একজন ঝাড়ুদার দিনে মাত্র ৬০ টাকা পায়। ড্রেন শ্রমিকদের দৈনিক মজুরি ২২৫ টাকা। এই বেতনে আমাদের সংসার চালানো সম্ভব নয়।”

    তিনি আরও বলেন, “আমরা চাই মাসিক বেতন ১৮ হাজার টাকা করা হোক। আমাদের নিরাপত্তা পোশাক ও উৎসব ভাতা প্রদান করতে হবে। এসব দাবি মানা না হলে আন্দোলন চলবে।”

    পরিচ্ছন্ন কর্মীদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। সংগঠনের সদস্য সচিব কে. এম. জাহিদ ও সদস্য শাহারিয়া ইমন রুবেল আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

    কুষ্টিয়া পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর জহুরুল ইসলাম জানান, “আমাদের এখানে মোট ৩৪৮ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। এদের মধ্যে ঝাড়ুদারদের দৈনিক মজুরি ৬০ টাকা, ট্রাক শ্রমিক ২৯০ টাকা, ড্রেন শ্রমিক ২৭৫ টাকা এবং মশা নিধনকর্মী ২২৫ টাকা করে পান।”

    এ বিষয়ে পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “সরকারি বিধি অনুযায়ী আর্থিক বছরের শুরুতে বেতন বাড়ানো হয়। আগামী আগস্ট মাস থেকে কর্মীরা বর্ধিত বেতন পাবেন। সরকার ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করেছে। আমরা হয়তো ২০ শতাংশ পর্যন্ত বাড়াবো। তথ্য ঘাটতির কারণে তারা আন্দোলনে নেমেছেন।”

    Spread the love