কুষ্টিয়া অফিসঃ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়া শহরের চিলিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক জিহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এবং নির্বাহী সদস্য হায়দার আলী।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবুকে আনন্দ টেলিভিশনে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কুষ্টিয়ার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও পেশাদারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।