Pathikrit Most Popular Online NewsPaper

    এ্যাড. শামিম উল হাসান অপুর ফাইল ছবি

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএলএম) ডিগ্রি অর্জন করেছেন। এটি তাঁর তৃতীয় মাস্টার্স ডিগ্রি।

    এর আগে তিনি ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

    জ্ঞান অর্জনের প্রতি তাঁর এই অবিচল আগ্রহ প্রশংসার দাবিদার বলে মনে করছেন শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনের অনেকে।

    Spread the love