Pathikrit Most Popular Online NewsPaper

    অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করছেন কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান

    নিজস্ব প্রতিবেদকঃ

    পুলিশি সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল কুষ্টিয়া জেলা। আজ ২১ জুলাই রাত ১২টা থেকে জেলার সাতটি থানায় একযোগে চালু হচ্ছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম।

    রোববার দিবাগত রাত ১২টায় কুষ্টিয়া মডেল থানায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

    কুষ্টিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, ডিএসবি অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল রহমান এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি যুবায়েদ রিপন।

    পুলিশ সদর দফতরের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা পুলিশের এ নতুন উদ্যোগের মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করে জিডি করতে পারবেন। বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে যে কেউ সহজেই হারানো জিনিস, হুমকি, সাধারণ অভিযোগসহ বিভিন্ন তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।

    কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার কুষ্টিয়া মডেল, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, খোকসা, কুমারখালী ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা—এই সাতটি থানায় অনলাইন জিডি কার্যক্রম একযোগে শুরু হচ্ছে।

    পুলিশ প্রশাসনের মতে, এ প্রযুক্তিনির্ভর উদ্যোগে নাগরিকদের সময় ও ভোগান্তি উভয়ই কমবে। পাশাপাশি থানায় সরাসরি উপস্থিত না হয়েও প্রয়োজনীয় তথ্য রেকর্ডে রাখার সুযোগ থাকায় পুলিশের কাজও আরও গতিশীল ও কার্যকর হবে।জেলা পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে। এই সেবা ভবিষ্যতে অন্যান্য ডিজিটাল পুলিশি কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

    উল্লেখ্য, খুলনা রেঞ্জের ৬৪টি থানায় একযোগে শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম।

    Spread the love