আশরাফুল আলম, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শৈলকুপার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লা মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৬), আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ (২১) এবং মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী মোল্লা (৫৫)।
স্থানীয়দের ভাষ্যমতে, গ্রামে দীর্ঘদিন ধরে জিয়া মণ্ডল ও সাইফুল ইসলাম পাভেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সম্প্রতি শেখড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে পাভেলসহ ৮–১০ জন জিয়া মণ্ডলের বাড়ির সামনে জড়ো হন। এ সময় তারা গোলযোগের চেষ্টা করলে গ্রামবাসী ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেন।
একপর্যায়ে উত্তেজিত জনতা সাইফুল ইসলাম পাভেলকে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে তার একটি হাত ও দুটি পা ভেঙে যায়। পরে জিয়া মণ্ডলের বাড়ির পাশে রাস্তায় পড়ে থাকা দুটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি মোটরসাইকেল দেখে এলাকাবাসী শৈলকুপা আর্মি ক্যাম্পে খবর দেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “খবর পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।”
তিনি আরও জানান, গুরুতর আহত সাইফুল ইসলাম পাভেলকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।