Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে তোলার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন পাপ্পু ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পুলিশ ভ্যান থেকে নামার সাথে সাথেই উচ্চস্বরে স্লোগান দেন আসামি পাপ্পু। এসময় তার সাথে থাকা প্রায় ১০ জন ছাত্রলীগ নেতা-কর্মীও স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা দ্রুত সরে যান। পরে আদালতের মাধ্যমে পাপ্পুকে কারাগারে পাঠানো হয়।

    এর আগে মঙ্গলবার রাতে ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করে কুষ্টিয়া ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান।

    গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

    প্রসঙ্গত, গত ৪ আগস্ট সকালে কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় মামলা করেন স্থানীয় জিহাদ শাহরিয়ার সুমন। মামলায় ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। ওই মামলার অন্যতম আসামি পাপ্পু।

    Spread the love