Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে কুষ্টিয়া শহরের ‘আলিফ-আখলাক স্টোর’ (পরিবেশকের নাম এইচআর এন্টারপ্রাইজ) নামে এক দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আব্দুল হাকিম নামে ভু্ক্তভোগী এক ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। তবে ডিসি এবং ভোক্তা অধিদফতরের অনুমতি নিয়েই বেশি দরে বিক্রি করছেন বলে অভিযুক্ত দোকানি প্রতিবেদকের কাছে দাবি করেন। তিনি জেলা প্রশাসক বরাবর প্রেরিত পরিবেশকের একটি ক্রয়-বিক্রয় মূল্যের অবগতি পত্রের অনুলিপিও দেখান। এছাড়াও তিনি ক্রেতাকে সিলিন্ডার গ্যাস বিক্রির ক্যাশ মেমো দিতে অস্বীকৃতি এবং কাউকেই দেন না বলে জানান।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টার দিকে কুষ্টিয়া শহরের ২৪২/২ এনএস রোডের ‘আলিফ-আখলাক স্টোরে’ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    ভু্ক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকান থেকে বাসায় রান্নার কাজে ব্যবহারের জন্য তিনি একটি ওমেরা কোম্পানির ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস কেনেন। ওই সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত বর্তমান মূল্য ১২৭০ টাকা হলেও অভিযুক্ত দোকানদার হাবিবুর রহমান ১৩১০ টাকার কমে দিতে অস্বীকৃতি জানান। ভু্ক্তভোগী বাধ্য ১৩১০ টাকা দিয়ে কিনে ক্যাশ মেমো চাইলে অভিযুক্ত দোকানি তা দিতে অস্বীকৃতি জানান। এবং ভু্ক্তভোগীকে তার সাথে ডিসি অভিসে যেতে বলেন। ভু্ক্তভোগী না গেলে তিনি একাই কিছু কাগজপত্র ব্যাগে নিয়ে ডিসি অফিসে যাচ্ছেন এবং ভু্ক্তভোগীকে সেখানে যেতে বলে যান। এসময় অভিযুক্ত দোকানি ভু্ক্তভোগীর সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে ওই দোকানের আরেক ব্যক্তি ১৩১০ টাকার একটি ক্যাশ মেমো লিখে দেন। ওই ক্যাশ মেমো নিয়ে ভু্ক্তভোগী ব্যক্তি অভিযানরত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের নিকট অভিযোগ জানান এবং নির্দিষ্ট ফরমে লিখিত অভিযোগ করেন। এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা তদন্তপূর্বক অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দোকানিকে জরিমানা আরোপ ও আদায় করেন।

    ভু্ক্তভোগী আরও জানান, অভিযুক্ত দোকানদার দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছে। এবং আবাসিক এলাকায় গ্যাসভর্তি সিলিন্ডার সংরক্ষণ করে অগ্নি ঝুঁকি তৈরি করছে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী প্রতিবেদকে বলেন,” একজন ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ‘আলিফ-আখলাক স্টোর’কে ২০ হাজার টাকা জরিানা আরোপ ও আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।এটি সতর্কতামূলক জরিমানা। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    এছাড়াও কোন অবস্থা বা অজুহাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে কোন পণ্য বিক্রির কোন সুযোগ নেই বলেও জানান তিনি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

    Spread the love