কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মধ্যবাখইল গ্রামের ইয়াকুব আলীর পরিবারকে নতুন ঘর নির্মাণ করে পাশে দাঁড়িয়েছেন জাহিদ ফাউন্ডেশন।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে অসহায় ইয়াকুব আলীর স্ত্রীর হাতে নির্মিত নতুন বাড়ির চাবি তুলে দেন জাহিদ ফাউন্ডেশন চেয়ারম্যান জাহিদ। বাড়ি পেয়ে আনন্দে আত্মহারা পরিবারটি। আবেগে আপ্লুত হয়ে জাহিদকে ধন্যবাদ জানান অসহায় পরিবার ও গ্রামবাসী।
প্রসঙ্গগত, ১৫জুন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ইয়াকুব আলীর বসতবাড়ি পুড়ে নিঃস্ব হন পরিবারটি। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে বসতবাড়িটির নির্মাণের দায়িত্ব নেন জাহিদ ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন ও এলাকাবাসী। এমন বসতবাড়ি উপহার দিতে পেরে খুঁশি ফাউন্ডেশনটির চেয়ারম্যান জাহিদ। আগামীতেও অসহায়দের পাশে দাঁড়াতে তার এমন কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, স্থানীয় মসজিদের ইমাম হুসাইন প্রমুখসহ অন্যান্যরা।