Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি ভিন্ন ভিন্ন  জায়গায় থেকে ৬টি ককটেল সদৃশ ট্যাপে মোড়ানো বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এবং বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে এসব বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। 

    জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ক্যাম্পাসে ৬ টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। এর মধ্যে রাতে লালন শাহ হলের পকেট গেটে দুইটি এবং সকালে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি ককটেল সদৃশ পাওয়া গেছে। তবে এগুলো ককটেল কি না বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

    এদিকে বিষয়টি নিয়ে উপাচার্যের বাসভবনে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে পুরো ক্যাম্পাস সার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইবি থানাকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শীঘ্রই পুরো ক্যাম্পাস সার্চ করা হবে বলে জানা যায়। ককটেল কি না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশের স্পেশাল টিমের সহায়তা চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

    এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা রাতে ২টা ও সকালে ৪টি ককটেল সদৃশ বস্তু পাই। পরে আনসারদের সহায়তায় ইবি থানা কর্তৃপক্ষ বস্তুগুলো উদ্ধার করে। পরবর্তীতে আমরা একটা মিটিং করি। আলাপ আলোচনা কয়েকটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবকিছুর জট খুলবে।

    Spread the love