Pathikrit Most Popular Online NewsPaper

    চট্টগ্রাম অফিস :

    আধ্যাত্মিকতা ও সুফি ভাবাদর্শের মত পথে পরিচালিত ধ্যান গবেষণা মূলক সংগঠন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রবিবার ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহইয়া আখতার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ এর সূচনায় মতবিনিময়ে মিলিত হন।

    ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সুফি গবেষক সাংবাদিক নুর মোহাম্মদ রানার নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে রাষ্ট্রের চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এটিএন নিউজ ও দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ। ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মাষ্টার আবুল হোসেন, যুগ্ন মহাসচিব ইলিয়াস সোহেল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এ মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী।চবি উপাচার্যের অফিস কক্ষে মিলিত বৈঠকে ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান নুর মোহাম্মদ রানা চলমান প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন, ইসলামিক রাষ্ট্রে ধর্মের নামে যে ভাবে অধর্ম হচ্ছে তা স্বাধীন দেশের মুসলিম নাগরিক হিসেবে আমাদের লজ্জার। আজ মসজিদ মাদ্রাসা দরবার খানকাহ্ ও মাজার শরিফ গুলো অনিরাপদ। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে বিশ্বের সর্ববৃহৎ দেশ গুলোর চেয়ে দায়িত্বশীল ও পরিপক্ব কিন্তু কিছু কুচক্রী মহল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। সকল নাগরিকদের রাজনৈতিক, ধর্মীয় মত পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কারো সংস্কৃতি এবং ঐতিহ্যের ভাবাদর্শের উপর আঘাত করা মোটেও কাম্য নয়। প্রাসঙ্গিক আলোচনায় চবি উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রতিনিধিদের বলেন,চলমান বিষয় গুলো নিয়ে দেশের বিদ্যাপীঠ গুলো মারাত্মক চিন্তিত। বৈষম্য দূর করতে গিয়ে নিজেরা বৈষম্যের স্বীকার হয়ে যাওয়া টা সত্যিই লজ্জাজনক। তিনি আরও বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসে মানবিক ও নীতি আদর্শের উপর অটল থেকে দেশের স্বার্থে যৌক্তিক দাবি ও আন্দোলন করতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা সুফিবাদী ঐক্য ফোরামের যুক্তি ও দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি এবং বিষয় গুলো নিয়ে আলাদা করে বিবেচনা অবশ্যই করবো। তিনি আরও যুক্ত করেন যে সুফি গবেষণা ও উক্ত ভাবাদর্শের বাহিরে ব্যক্তি কোনদিন দিশা খুঁজে পাবে না। ঐশ্বরিক চেতনা ও চিত্তবান মানুষ সমাজ দেশ বিনির্মানে সুফিজমের কোন বিকল্প নেই।

    Spread the love