কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট তৈরি করায় কুষ্টিয়ার কুমারখালীতে ৭টি অবৈধ ইট ভাটায় ১৩ লাখ টাকা জরিমানা ও ইট সহ ভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও কুষ্টিয়ার দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ছারপত্র না থাকা, খড়ি পোড়ানো ও সঠিক পদ্ধতিতে ভাটার কাঠামো নির্মাণ না করায় উপজেলার পান্টি ও যদুবয়রা ইউনিয়নের ৭ টি ভাটায় খুলনা ও কুষ্টিয়ার পরিবেশ অধিদপ্তরের টিম যৌথভাবে অভিযান চালিয়ে জরিমানা ও ধ্বংস করেছেন। সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অভিযানে ৭ টি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ভাটার কয়েক লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হাবিবুল বাসার, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাস সহ কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।